Q. ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল

Answer: বোম্বাই

ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ।

Related GK

Q. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

A. কথামালা
B. কথামৃত
C. বর্তমান ভারত
D. এ নেশন ইন মেকিং

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. নেলসন ম্যান্ডেলা
B. মার্টিন লুথার কিং
C. এম. কে. গান্ধী
D. কার্ল মার্ক্স

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. তেজ বাহাদুর সপরু
B. জওহরলাল নেহরু
C. ভূলাভাই দেশাই
D. পূর্বে উক্ত সকলেই

Q. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন?

A. অ্যানি বেসান্ত
B. সরোজিনী নাইডু
C. সরলা দেবী চৌধুরানী
D. মিরা বেন

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. মহাদেব গোবিন্দ রানাডে
B. রাজা রামমোহন রায়
C. বীরসালিঙ্গম পানতুলু
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?

A. পি. সীতারামাইয়া
B. লালা লাজপৎ রাই
C. বাল গঙ্গাধর তিলক
D. সি. রাজাগোপালাচারি

Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

A. সুভাষচন্দ্র বসু
B. মতিলাল নেহেরু
C. মহাত্মা গান্ধী
D. চিত্তরঞ্জন দাস

Q. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার?

A. সর্দার বল্লভভাই প্যাটেল
B. সুভাষ চন্দ্র বসু
C. মহাত্মা গান্ধী
D. জহরলাল নেহেরু