Q. বীরবলের আসল নাম কি ছিল ?

Answer: মহেশ দাস

বীরবলের আসল নাম মহেশ দাস।

Related GK

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. লালন ফকির
C. কাজী নজরুল ইসলাম
D. মুকুন্দ দাস

Q. ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল?

A. রাওলাট আইন
B. জালিয়ানওয়ালাবাগ হত্যা
C. খিলাফৎ অন্যায়
D. 1919 সালের ভারত শাসন আইন বিষয়ে অসন্তোষ

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. মুঘল সম্রাট
B. হায়দ্রাবাদের নিজাম
C. অযোধ্যার নবাব
D. বাংলার নবাব

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

A. 1857 খ্রিস্টাব্দ
B. 1800 খ্রিস্টাব্দ
C. 1855 খ্রিস্টাব্দ
D. 1817 খ্রিস্টাব্দ

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. চিয়াং কাই শেক
B. ভাইসরয় লর্ড লিনলিথগো
C. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
D. উইনস্টন চার্চিল

Q. আলিনগরের সন্ধি কবে ক্ষরিত হয়?

Answer: 9th ফেব্রুয়ারি 1757

1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।

Q. What was the effective date of the partition of Bengal?

A. 16th October 1905
B. 14 August 1996
C. 22 July 1911
D. 29 March 1901

Q. কবে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 9th December 1946

ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনকে অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ই ডিসেম্বর এবং এই অধিবেশনের অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা।