Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

Answer: 1817 খ্রিস্টাব্দ

1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

Related GK

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. নানাসাহেব
B. বাহাদুর শাহ
C. বেগম হজরৎ মহল
D. লিয়াকৎ আলি

Q. মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত

A. আকবর
B. জাহাঙ্গীর
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. শকাতুল্লাহ আনসারি
B. আব্দুল রব নিস্তার
C. খান আব্দুল গফফর খান
D. খান আব্দুল কোয়াইয়মখান

Q. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড ক্যানিং
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড ডালহৌসী
D. লর্ড রিপন

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. অমর্ত্য সেন
B. এ. ও. হিউম
C. রমেশচন্দ্র দত্ত
D. দাদাভাই নওরোজী