Q. আলিনগরের সন্ধি কবে ক্ষরিত হয়?
Answer: 9th ফেব্রুয়ারি 1757
Note: 1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।