Q. ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল?

Answer: খিলাফৎ অন্যায়

খিলাফৎ আন্দোলন এর রেশ ধরেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, তাই অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ খিলাফৎ আন্দোলন-কেই বলা হয়। অসহযোগ আন্দোলন 1920 বা 1921 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1922 খ্রিস্টাব্দে এটির সমাপ্তি ঘটে। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। খিলাফত আন্দোলন যা ভারতীয় মুসলিম আন্দোলন নামেও পরিচিত ১৯১৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত চলেছিল।(জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ড  অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ হবে না)

Related GK

Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

A. উপরের কেউ নয়
B. রাসবিহারী বসু
C. কৃষ্ণ ভার্মা
D. সুভাষচন্দ্র বসু

Q. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. ফজলুল হক
B. আল্লাহ বক্স
C. করম শাহ
D. জাফর আলি খান

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. বি. জি. তিলক
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. রামমোহন রায়
D. স্বামী বিবেকানন্দ

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. Rowlatt অ্যাক্ট -কে
B. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
C. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
D. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. রাজেন্দ্র প্রসাদ
B. বি.আর. আম্বেদকর
C. সি. রাজাগোপালাচারী
D. জহরলাল নেহরু