Q. কবে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 9th December 1946

ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনকে অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ই ডিসেম্বর এবং এই অধিবেশনের অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা।

Related GK

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. ডিরোজিও
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. রামমোহন রায়
D. ডেভিড হেয়ার

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. ভি বি প্যাটেল
B. জি এল নন্দ
C. এন এম যোশি
D. দাদাভাই নওরোজী

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. কলকাতা কংগ্রেস
B. সুরাট কংগ্রেস
C. নাগপুর কংগ্রেস
D. লাহোর কংগ্রেস

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
B. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
C. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
D. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. পঞ্জাব-হরিয়ানার গম চাষে
B. মহারাষ্ট্রের তুলা চাষে
C. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
D. পশ্চিমবঙ্গের ধান চাষে

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. জওহরলাল নেহেরু
B. তেজ বাহাদুর সপ্রু
C. রাজেন্দ্র প্রাসাদ
D. আসফ আলি

Q. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

A. অসহযোগ আন্দোলন
B. সাইমন কমিশনের আগমন
C. Rowlatt আইন প্রণয়ন
D. কম্যুনাল আওয়ার্ড

Q. 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ' — কে প্রতিষ্ঠা করেন?

A. সুভাষ চন্দ্র বসু
B. জহরলাল নেহেরু
C. মহাত্মা গান্ধী
D. রাসবিহারী বসু