Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

Answer: দেরাদুন

ভারতের গম গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত।1906 সালে এটি প্রতি্ঠিত হয়। 1991সালে এটি কে UGC বিশ্ববিদ্যালয় রূপে অনুমোদন দেয়।

Related GK

Q. সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ____

A. অরোয়া-কোন্ডা
B. পুষ্পগিরি
C. আনাইমুদি
D. মহাবালেশ্বর

Q. নীল বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত

A. খাদ্য উত্পাদন
B. দুধ উত্পাদন
C. তেল উত্পাদন
D. মাছ উৎপাদন

Q. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —

A. লৌহ-ইস্পাত
B. সার
C. অ্যালুমিনিয়াম
D. কার্পাস বয়নশিল্প

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. জিন্দাগাদা
B. নীলগিরি
C. মহেন্দ্রগিরি
D. আনাইমুদি

Q. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

A. কালোমাটি
B. পলিমাটি
C. লবণাক্ত কাদামাটি
D. লালমাটি

Q. পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?

A. ল্যাটেরাইট মাটি
B. পলি মাটি
C. লবণাক্ত মাটি
D. তরাই মাটি

Q. বাংলাদেশ কোচবিহারের ছিটমহলে প্রবেশ করে—— করিডোরের মাধ্যমে।

A. দার্জিলিং
B. জলপাইগুড়ি
C. উপরের কোনটি নয়।
D. তিন বিঘা