Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

Answer: পুরুলিয়া

পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো পুরুলিয়া। পশ্চিমবঙ্গ হল খনিজ উৎপাদনে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। অভ্র ব্যাপকভাবে উত্তোলিত হয় আগ্নেয়,রূপান্তরিত ও পাললিক শিলা থেকে।

Related GK

Q. কোন ভারতীয় মহিলা প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন?

A. অদিতি বৈদ্য
B. নাহিদা মঞ্জুর
C. বাচেন্দ্রী পাল
D. দিয়া বাজাজ

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. কন্যাকুমারী
B. করমন্ডল উপকূল
C. মাদ্রাজ
D. থাঞ্জাভুর
Dam

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. অর্ধশুষ্ক
B. শুষ্ক উপক্রান্তীয়
C. আদ্র
D. ক্রান্তীয় মৌসুমী

Q. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-

A. লোহিত সাগর
B. আটলান্টিক মহাসাগর
C. পারস্য উপসাগর
D. ভূমধ্যসাগর

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. রামসার স্থান হিসেবে
B. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে
C. পর্যটন ক্ষেত্র হিসেবে
D. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে

Q. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়

A. মেট্রিক স্কেল
B. এপিসেন্টার স্কেল
C. কোয়াক স্কেল
D. রিখটার স্কেল