Q. কোন পর্বত শ্রেণীটি সহ্যাদ্রিস নামেও পরিচিত?

Answer: পশ্চিমঘাট

Related GK

Dam

Q. Dalma Trap ভারতের ____ রাজ্যে অবস্থিত।

A. ওড়িশা
B. উপরের কোনটি নয়
C. ঝাড়খণ্ড
D. বিহার

Q. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়?

A. মকরক্রান্তির নিকট
B. কর্কটক্রান্তির নিকট
C. নিরক্ষরেখার নিকট
D. আর্কটিক সার্কেল

Q. ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে—

A. মালাবার উপকূল
B. করমন্ডল উপকূল
C. কোঙ্কন উপকূল
D. গুজরাট উপকূল

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. কন্যাকুমারী
B. মাদ্রাজ
C. থাঞ্জাভুর
D. করমন্ডল উপকূল

Q. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল

A. অস্ট্রেলিয়া
B. চীন
C. ভারত
D. আমেরিকা যুক্তরাষ্ট্র

Q. নীল বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত

A. মাছ উৎপাদন
B. দুধ উত্পাদন
C. খাদ্য উত্পাদন
D. তেল উত্পাদন

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. নীলগিরি
B. জিন্দাগাদা
C. মহেন্দ্রগিরি
D. আনাইমুদি

Q. সিন্ধু নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে?

A. পীর পাঞ্জাল
B. কৈলাস
C. জাসকর
D. সালতোরা

Q. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না?

A. কোচবিহার
B. হাওড়া
C. মুর্শিদাবাদ
D. দার্জিলিং