Q. সিকিম ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়

Answer: 1975 -এ

Related GK

Q. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' নামে পরিচিত কোন শহর

A. শোলাপুর
B. মাদুরাই
C. কোয়েম্বাটোর
D. চেন্নাই

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. বাঁকুড়া
B. পুরুলিয়া
C. জলপাইগুড়ি
D. দার্জিলিং

Q. নিম্নলিখিত কোন শহরে HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?

A. মুম্বাই
B. বেঙ্গালুরু
C. পাটনা
D. নতুন দিল্লি

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. মাদ্রাজ
B. থাঞ্জাভুর
C. করমন্ডল উপকূল
D. কন্যাকুমারী

Q. কোন পর্বত শ্রেণীটি সহ্যাদ্রিস নামেও পরিচিত?

A. সাতপুরা
B. পূর্ব ঘাট
C. বিন্ধ্য
D. পশ্চিমঘাট

Q. বাংলাদেশ কোচবিহারের ছিটমহলে প্রবেশ করে—— করিডোরের মাধ্যমে।

A. জলপাইগুড়ি
B. উপরের কোনটি নয়।
C. দার্জিলিং
D. তিন বিঘা

Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

A. মহেন্দ্রগিরি
B. নীলগিরি
C. জিন্দাগাদা
D. আনাইমুদি