Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

Answer: ডব্লু. সি. বনার্জী

ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি হলেন ডব্লু. সি. বনার্জী (উমেশ চন্দ্র ব্যানার্জি )। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে । জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম।

Related GK

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. লর্ড মাউন্টব্যাটেন
B. এটলী
C. লর্ড লিনলিথগো
D. লর্ড ওয়াভেল

Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

A. 23শে মার্চ 1940
B. 14ই এপ্রিল 1942
C. 26শে জানুয়ারি 1935
D. 16ই আগস্ট 1946

Q. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?

A. সি. আর. দাশ
B. এম. কে. গান্ধি
C. সুভাষচন্দ্র বসু
D. জহরলাল নেহরু

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
B. ভূমিহীন মজুর
C. নীল চাষি
D. বাংলার কারিগর

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
B. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
C. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
D. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. রামমোহন রায়
B. স্বামী বিবেকানন্দ
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. বি. জি. তিলক

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. দাদাভাই নওরোজী
B. রমেশচন্দ্র দত্ত
C. এ. ও. হিউম
D. অমর্ত্য সেন

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. রাসবিহারী বসু, 1942
B. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
C. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
D. সুভাষচন্দ্র বসু, 1943