Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Related GK

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. ক্ষুদিরাম বসু
B. কেশবচন্দ্র সেন
C. বারীন্দ্র কুমার ঘোষ
D. পুলিন বিহারী দাস

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. লিবারাল পার্টি
B. কনজারভেটিভ পার্টি
C. অফিসিয়াল পার্টি
D. লেবার পার্টি

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. রাজা রামমোহন রায়
B. স্যার উইলিয়াম জোন্স
C. উইলিয়াম মার্শাল
D. সি এফ এন্ড্রুজ

Q. 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?

A. যতীন্দ্রনাথ মুখার্জী
B. প্রফুল্ল চাকী
C. পুলিনবিহারী দাস
D. এস. এন. সান্যাল

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. হরিশ চন্দ্র মুখার্জি
B. অক্ষয় কুমার দত্ত
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. রামমোহন রায়

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. মুঘল সম্রাট
B. অযোধ্যার নবাব
C. হায়দ্রাবাদের নিজাম
D. বাংলার নবাব

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 15 ই আগস্ট, 1921
B. 21 শে এপ্রিল, 1922
C. 13 ই এপ্রিল, 1919
D. 25 শে সেপ্টেম্বর, 1925

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
B. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
C. সুভাষচন্দ্র বসু, 1943
D. রাসবিহারী বসু, 1942

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. ডেভিড হেয়ার
B. আলেকজান্ডার ক্যানিংহ্যাম
C. উইলিয়াম জোনস
D. জন স্টুয়ার্ট মিল

Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

A. কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী।
B. ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল।
C. কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।
D. উপরের কোনোটিই নয়