Q. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স

Answer: 65 বছর

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা 65 বছর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ।

Related GK

Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

A. এস. এন. ব্যানার্জি
B. এ. ও. হিউম
C. ডব্লু. সি. বনার্জী
D. জি. কে. গোখলে

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. মুসলিম লিগ
B. ভারতের কমিউনিস্ট পার্টি
C. বেঙ্গল জমিদার লিগ
D. ভারত সভা

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. সন্ন্যাসী বিদ্রোহ
B. কোল বিদ্রোহ
C. চুয়াড় বিদ্রোহ
D. সাঁওতাল বিদ্রোহ

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
B. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
C. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না
D. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
B. Rowlatt অ্যাক্ট -কে
C. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
D. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. সি. আর. দাস
B. সুভাষচন্দ্র বসু
C. ভি. ভি. গিরি
D. লালা লাজপত রাই

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1909 সালে
B. 1911 সালে
C. 1907 সালে
D. 1914 সালে