Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

Answer: বীরসালিঙ্গম পানতুলু

বীরসালিঙ্গম পানতুলু কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেন।
বিধবা বিবাহের উগ্র সমর্থক থাকার জন্য মহাদেব গোবিন্দ রানাডে, বীরসালিঙ্গম পানতুলু কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেন।

Related GK

Q. ভারত একটি

A. রাজ্যসমূহের সংঘ
B. যুক্তরাষ্ট্র
C. রাষ্ট্র সমবায়
D. এককেন্দ্রিক

Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

A. 14ই এপ্রিল 1942
B. 23শে মার্চ 1940
C. 26শে জানুয়ারি 1935
D. 16ই আগস্ট 1946

Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

A. পণ্ডিত গুরুদত্ত
B. লালা হংসরাজ
C. লালা লাজপত রাই
D. স্বামী দয়ানন্দ সরস্বতী

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. মৌলানা আবুল কালাম আজাদ
B. বি. আর. আম্বেদকর
C. মহাত্মা গান্ধি
D. সর্দার বল্লভভাই প্যাটেল

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. মহাদেব গোবিন্দ রানাডে
B. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
C. আনন্দ মোহন বোস
D. রাসবিহারী বোস

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্ণওয়ালিশ
D. লর্ড হার্ডিঞ্জ