Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

Answer: বীরসালিঙ্গম পানতুলু

বীরসালিঙ্গম পানতুলু কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেন।
বিধবা বিবাহের উগ্র সমর্থক থাকার জন্য মহাদেব গোবিন্দ রানাডে, বীরসালিঙ্গম পানতুলু কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেন।

Related GK

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. উইলিয়াম জোন্স
B. ডেভিড হেয়ার
C. এইচ. ভি. ডিরোজিও
D. আলেকজান্ডার ডাফ

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. ভারত সভা
B. মুসলিম লিগ
C. ভারতের কমিউনিস্ট পার্টি
D. বেঙ্গল জমিদার লিগ

Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

A. বিটলডাই প্যাটেল
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. মহাদেব দেশাই
D. মহাত্মা গান্ধী

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. লাহোর কংগ্রেস
B. কলকাতা কংগ্রেস
C. সুরাট কংগ্রেস
D. নাগপুর কংগ্রেস

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. মহাত্মা গান্ধী
B. রাজাগোপালাচারী
C. চমনলাল
D. বল্লভভাই প্যাটেল

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. আনন্দমঠ
B. নীলদর্শন
C. নীলদর্পণ
D. দীনবন্ধু

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. লর্ড ওয়েভেল
B. লর্ড মাউন্টব্যাটেন
C. চক্রবর্তী রাজাগোপালাচারী
D. ক্লিমেন্ট এটলি

Q. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন?

A. ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
B. মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
C. এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল
D. কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না