Q. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল

Answer: পাকিস্তান প্রস্তাব গ্রহণ

মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল পাকিস্তান প্রস্তাব গ্রহণ। লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1940 সালে এই অধিবেশন হয়

Related GK

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
B. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
C. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
D. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
B. মাউন্টব্যাটেন পরিকল্পনা
C. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
D. মিন্টো-মরলে রিফর্মস

Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

A. স্যার সিরিল রাডক্লিফ
B. লর্ড মাউন্টব্যাটেন
C. স্যার পেথিক লরেন্স
D. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হেস্টিংস
B. লর্ড কর্ণওয়ালিশ
C. লর্ড হার্ডিঞ্জ
D. লর্ড ডালহৌসি

Q. তীতুমীরের আসল নাম কী ছিল ?

A. সৈয়দ আমীর আলী
B. সৈয়দ আমানুল্লা
C. সৈয়দ মীর মহম্মদ খান
D. সৈয়দ মীর নাসের আলী

Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

A. লালা হংসরাজ
B. লালা লাজপত রাই
C. পণ্ডিত গুরুদত্ত
D. স্বামী দয়ানন্দ সরস্বতী

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. মহম্মদ আলি জিন্না
B. এইচ. এস. সুহরাওয়ার্দি
C. আসফ আলি
D. চৌধুরী রহমত আলি