Q. কার পতনের পর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন ‘আজাদ হিন্দ ফৌজ’ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন?

Answer: জাপান

জাপানের পতনের পর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু। 1942 খ্রিস্টাব্দের 1st সেপ্টেম্বর  সিঙ্গাপুরে আজাধীন ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ।

Related GK

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
B. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
C. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
D. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. আব্বাস তায়েবজী
B. ডঃ আনসারি
C. খান আব্দুল গফ্ফর খান
D. মৌলানা আজাদ

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. সুভাষচন্দ্র বসু, 1943
B. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
C. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
D. রাসবিহারী বসু, 1942

Q. ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল?

A. জালিয়ানওয়ালাবাগ হত্যা
B. রাওলাট আইন
C. খিলাফৎ অন্যায়
D. 1919 সালের ভারত শাসন আইন বিষয়ে অসন্তোষ