Q. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

Answer: জিন্দাগাদা

পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাদা। জিন্দাগাদার উচ্চতা 1690 মিটার।

Related GK

Q. পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?

A. পলি মাটি
B. ল্যাটেরাইট মাটি
C. লবণাক্ত মাটি
D. তরাই মাটি
Dam

Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

A. জাস্কার ও পীরপাঞ্জাল
B. কারাকোরাম ও শিবালিক
C. জাস্কার ও শিবালিক
D. জাস্কার ও কারাকোরাম

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. মাদ্রাজ
B. করমন্ডল উপকূল
C. কন্যাকুমারী
D. থাঞ্জাভুর

Q. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

A. পৃথিবী
B. শনি
C. মঙ্গল
D. বুধ

Q. সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ____

A. অরোয়া-কোন্ডা
B. আনাইমুদি
C. পুষ্পগিরি
D. মহাবালেশ্বর

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

A. পুনে
B. নাগপুর
C. দেরাদুন
D. ব্যাঙ্গালুরু

Q. Which river used to be called the Sorrow of Bengal?

A. Hooghly
B. Bhagirathi
C. Brahmaputra
D. Damodar

Q. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-

A. আটলান্টিক মহাসাগর
B. পারস্য উপসাগর
C. ভূমধ্যসাগর
D. লোহিত সাগর