Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

Answer: বদরুদ্দীন তৈয়বজী

জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দীন তৈয়েবজী। বদরুদ্দিন তৈয়েবজী বোম্বাই হাইকোর্টের ব্যারিস্টারি করা প্রথম ভারতীয়। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি ছিলেন এবং প্রথম মুসলিম সভাপতি।

Related GK

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. ক্লিমেন্ট এটলি
B. লর্ড মাউন্টব্যাটেন
C. লর্ড ওয়েভেল
D. চক্রবর্তী রাজাগোপালাচারী

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. রাসবিহারী বসু
B. ক্যাপ্টেন মোহন সিং
C. সুভাষচন্দ্র বোস
D. শাহনওয়াজ খান

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. উইলিয়াম জোনস
B. ডেভিড হেয়ার
C. জন স্টুয়ার্ট মিল
D. আলেকজান্ডার ক্যানিংহ্যাম

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. লর্ড মাউন্টব্যাটেন
B. লর্ড ওয়াভেল
C. এটলী
D. লর্ড লিনলিথগো

Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

A. 16ই আগস্ট 1946
B. 26শে জানুয়ারি 1935
C. 23শে মার্চ 1940
D. 14ই এপ্রিল 1942

Q. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?

A. বারীন্দ্র কুমার ঘোষ
B. ক্ষুদিরাম বসু
C. কেশবচন্দ্র সেন
D. পুলিন বিহারী দাস

Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

A. ভাইসরয় লর্ড লিনলিথগো
B. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
C. উইনস্টন চার্চিল
D. চিয়াং কাই শেক

Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

A. রাজা রামমোহন রায়
B. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
C. জে. এ. হিকি
D. বাল গঙ্গাধর তিলক

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. সিমলা কনফারেন্স আহ্বান করা
B. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
C. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
D. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া