Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

Answer: 23শে মার্চ 1940

23শে মার্চ 1940 সালে পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল। লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়।

Related GK

Q. ‘আগস্ট অফার’ এ প্রস্তাবগুলি কী ছিল?

A. প্রাদেশিক স্বায়ত্তশাসন
B. কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার
C. ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
D. ডোমিনিয়ন স্ট্যাটাস

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 25 শে সেপ্টেম্বর, 1925
B. 15 ই আগস্ট, 1921
C. 13 ই এপ্রিল, 1919
D. 21 শে এপ্রিল, 1922

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. গোর্খা অভ্যুত্থান
B. সাঁওতাল অভ্যুত্থান
C. কোল অভ্যুত্থান
D. মুণ্ডা অভ্যুত্থান

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় সাংবিধানিক সভা
B. উপরের কোনোটিই নয়
C. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
D. ইন্ডিয়ান লিগ

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. স্যার উইলিয়াম জোন্স
B. উইলিয়াম মার্শাল
C. রাজা রামমোহন রায়
D. সি এফ এন্ড্রুজ

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 10 ই আগস্ট, 1940
B. 1 লা অক্টোবর, 1939
C. 1 লা সেপ্টেম্বর, 1942
D. 11 ই মে, 1941

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. কনজারভেটিভ পার্টি
B. লিবারাল পার্টি
C. অফিসিয়াল পার্টি
D. লেবার পার্টি

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. খিলাফত আন্দোলন
B. অসহযোগ আন্দোলন
C. আইন অমান্য আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. আব্বাস তায়েবজী
B. মৌলানা আজাদ
C. ডঃ আনসারি
D. খান আব্দুল গফ্ফর খান