Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

Answer: রাসবিহারী বসু

আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু।আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন রাসবিহারী বসু। প্রতিষ্ঠাকালে আজাদ হিন্দ ফৌজের সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং।

Related GK

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. লিয়াকৎ আলি
B. নানাসাহেব
C. বেগম হজরৎ মহল
D. বাহাদুর শাহ

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
C. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
D. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
B. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
C. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
D. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড মিন্টো
C. লর্ড লিনলিথগো
D. লর্ড আরউইন

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. আব্দুল রব নিস্তার
B. খান আব্দুল গফফর খান
C. খান আব্দুল কোয়াইয়মখান
D. শকাতুল্লাহ আনসারি

Q. What was the effective date of the partition of Bengal?

A. 14 August 1996
B. 22 July 1911
C. 16th October 1905
D. 29 March 1901

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড কর্ণওয়ালিশ
B. লর্ড ডালহৌসি
C. লর্ড হার্ডিঞ্জ
D. লর্ড হেস্টিংস