Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

Answer: পূর্বে উক্ত সকলেই

1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল ছিলেন জহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর, কৈলাসনাথ কাটুজু, আসফ আলি প্রমুখ। এই প্রকাশ্য বিচার সভা বসে ছিল দিল্লির লাল কেল্লায় । 5 ই নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হয়।

Related GK

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. মহসিন উল-মুলক
B. আব্দুল ওয়াহাব
C. সৈয়দ আমীর আলী
D. থিয়োডোর বেক

Q. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল?

A. উপরোক্ত কোনো ব্যক্তি নয়
B. সুভাষচন্দ্র বসু, 1943
C. ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
D. রাসবিহারী বসু, 1942

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড লিটন
B. লর্ড কার্জন
C. লর্ড ডালহৌসী
D. লর্ড ওয়েলেসলী

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় সাংবিধানিক সভা
B. ইন্ডিয়ান লিগ
C. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
D. উপরের কোনোটিই নয়

Q. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?

A. লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড ডালহৌসি
C. লর্ড হেস্টিংস
D. লর্ড কর্ণওয়ালিশ

Q. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না?

A. স্বামী বিবেকানন্দ
B. কেশবচন্দ্র সেন
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. অক্ষয় কুমার দত্ত

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. মৌলানা আজাদ
B. রাজেন্দ্র প্রসাদ
C. পট্টভি সীতারামাইয়া
D. জহরলাল নেহেরু