Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

Answer: পূর্বে উক্ত সকলেই

1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল ছিলেন জহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর, কৈলাসনাথ কাটুজু, আসফ আলি প্রমুখ। এই প্রকাশ্য বিচার সভা বসে ছিল দিল্লির লাল কেল্লায় । 5 ই নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হয়।

Related GK

Q. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার?

A. মহাত্মা গান্ধী
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. জহরলাল নেহেরু
D. সুভাষ চন্দ্র বসু

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

A. আবুল কালাম আজাদ
B. ফজলুল হক
C. বদরুদ্দীন তৈয়বজী
D. সৈয়দ আহমেদ খান

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 11 ই মে, 1941
B. 1 লা সেপ্টেম্বর, 1942
C. 1 লা অক্টোবর, 1939
D. 10 ই আগস্ট, 1940

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
B. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
C. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
D. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. কোলকাতা
B. খড়গপুর
C. রাঁচি
D. দিসপুর

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. এ ও হিউম
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C. ফিরোজ শাহ মেহতা
D. উমেশচন্দ্র ব্যানার্জি

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. ভি. ভি. গিরি
B. সি. আর. দাস
C. লালা লাজপত রাই
D. সুভাষচন্দ্র বসু