Q. সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল

Answer: 2011

Related GK

Q. ____ হল মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ।

A. উপরের কোনটি নয়
B. মিরিক (Mirik)
C. নকরেক (Nokrek)
D. শিলং (Shilong)

Q. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও জলঢাকা নদী
B. তিস্তা ও করলা নদীর
C. তিস্তা ও রায়ঢাক নদী
D. জলঢাকা ও রায়ঢাক নদী

Q. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —

A. জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
B. জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
C. জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
D. জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে

Q. বাংলাদেশ কোচবিহারের ছিটমহলে প্রবেশ করে—— করিডোরের মাধ্যমে।

A. উপরের কোনটি নয়।
B. দার্জিলিং
C. জলপাইগুড়ি
D. তিন বিঘা

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে
B. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
C. পর্যটন ক্ষেত্র হিসেবে
D. রামসার স্থান হিসেবে

Q. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

A. লালমাটি
B. পলিমাটি
C. লবণাক্ত কাদামাটি
D. কালোমাটি

Q. ধনেখালি কী জন্য বিখ্যাত?

A. কাগজ শিল্পের জন্য
B. চর্ম শিল্পের জন্য
C. পাট শিল্পের জন্য
D. তাঁত শিল্পের জন্য