Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

Answer: পুনে

Related GK

Q. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?

 1. তিস্তা ও জলঢাকা নদী
 2. জলঢাকা ও রায়ঢাক নদী
 3. তিস্তা ও রায়ঢাক নদী
 4. তিস্তা ও করলা নদীর

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

 1. মাথাভাঙ্গা নদী
 2. জলঙ্গী নদী
 3. মহানন্দা নদী
 4. ভাগীরথী নদী

Q. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

 1. পূর্ব মেদিনীপুর ও হাওড়া
 2. নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
 3. উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
 4. সুন্দরবন অঞ্চল

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

 1. তিস্তা ও জলঢাকা
 2. জলঢাকা ও তোর্সা
 3. তিস্তা ও করলা
 4. তিস্তা ও রায়ডাক

Q. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

 1. কাশ্মীর
 2. গডউইন অস্টিন
 3. কারাকোরাম
 4. কেনিথ