Q. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি

Answer: দিকদর্শন

Related GK

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 1 লা সেপ্টেম্বর, 1942
B. 1 লা অক্টোবর, 1939
C. 10 ই আগস্ট, 1940
D. 11 ই মে, 1941

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

A. 1817 খ্রিস্টাব্দ
B. 1855 খ্রিস্টাব্দ
C. 1800 খ্রিস্টাব্দ
D. 1857 খ্রিস্টাব্দ

Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —

A. উমেশচন্দ্র ব্যানার্জি
B. ফিরোজ শাহ মেহতা
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
D. এ ও হিউম

Q. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়?

A. লর্ড ওয়েলেসলী
B. লর্ড কর্নওয়ালিশ
C. লর্ড ডালহৌসী
D. লর্ড ক্যানিং

Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

A. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. রাজা রামমোহন রায়
C. এইচ এল ভি ডিরোজিও
D. কেশবচন্দ্র সেন

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
B. এ. ও. হিউম
C. বাল গঙ্গাধর তিলক
D. মতিলাল নেহরু

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. ভগৎ সিং
B. মহঃ ইকবাল
C. লালা লাজপৎ রায়
D. সুভাষচন্দ্র বসু

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. রাসবিহারী বোস
B. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. আনন্দ মোহন বোস

Q. কোন তুর্কী সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন ?

A. মহম্মদ বিন তুঘলক
B. বলবন
C. আলাউদ্দিন খিলজি
D. ইলতুতমিস