Q. অলিভার স্টোন কে?

Answer: অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা

উইলিয়াম অলিভার স্টোন হলেন একজন অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। স্টোন মিডনাইট এক্সপ্রেস ১৯৭৮ - এ চলচ্চিত্রের লেখনীর জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমী পুরস্কার অর্জন করেছেন।

Related GK

Q. 'ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' -এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

A. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
B. আনন্দ মোহন বোস
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. রাসবিহারী বোস

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. দ্বিজেন্দ্রলাল রায়
B. গিরীশচন্দ্র ঘোষ
C. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
D. দীনবন্ধু মিত্র

Q. 'পাল বংশ' কোথায় রাজত্ব করেছিল?

A. মধ্যপ্রদেশ
B. বিহার
C. মহারাষ্ট্র
D. দিল্লী

Q. ভারত একটি

A. রাজ্যসমূহের সংঘ
B. রাষ্ট্র সমবায়
C. যুক্তরাষ্ট্র
D. এককেন্দ্রিক

Q. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি (Indian Republican Army) কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. সূর্য সেন
B. রাসবিহারী বোস
C. সুভাষ চন্দ্র বোস
D. চিত্তরঞ্জন দাশ

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. দাদাভাই নওরোজী
B. ভি বি প্যাটেল
C. জি এল নন্দ
D. এন এম যোশি

Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. গিরিশ চন্দ্র ঘোষ
B. রবার্ট নাইট
C. শিশির কুমার ঘোষ
D. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়