Q. মে মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত 'ভেসাক পোয়া' উৎসব নিম্নলিখিত কোন ধর্মের অন্তর্গত?

Answer: বৌদ্ধ ধর্ম

Related GK

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

A. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
B. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
C. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
D. Fossil Fuel (ফসিল ফুয়েল )

Q. —— মাইকার সবচেয়ে বেশি উৎপাদনকারী রাজ্য

A. মধ্যপ্রদেশ
B. অন্ধ্রপ্রদেশ
C. বিহার
D. ঝাড়খণ্ড

Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

A. পীরপাঞ্জাল
B. শিবালিক
C. জাস্কার
D. কারাকোরাম

Q. নিচের কোন তারিখে ভুটানের সংবিধান প্রণীত হয়েছিল?

A. 9 অক্টোবর 1998
B. 18 জুলাই 2008
C. 12 জুন 2000
D. 25 আগস্ট 2003

Q. প্রচুর পরিমাণে তামা পাওয়া যায়

A. দুর্গাপুর
B. ঘাটশিলা
C. ময়ূরভঞ্জ
D. নাগপুর

Q. পশ্চিমবঙ্গে মেঘলা চিতা (Clouded Leopard) কোথায় দেখা যায়

A. সুন্দরবন
B. বক্সা
C. নেওরা ভ্যালি
D. পুরুলিয়ার জঙ্গলে

Q. ____ হল মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ।

A. মিরিক (Mirik)
B. উপরের কোনটি নয়
C. শিলং (Shilong)
D. নকরেক (Nokrek)

Q. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?

A. দক্ষিণ আন্দামান-এ
B. বৃহৎ নিকোবর-এ
C. ছোট আন্দামান-এ
D. উত্তর আন্দামান-এ

Q. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়

A. কোয়াক স্কেল
B. এপিসেন্টার স্কেল
C. রিখটার স্কেল
D. মেট্রিক স্কেল