Q. বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে —

Answer: নাইট্রোজেন

Related GK

Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

A. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
B. পৃথিবীর ঘূর্ণন
C. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
D. তারাদের বিশাল আকার

Q. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?

A. ভিটামিন B12
B. লাল রক্তকণিকা
C. ভিটামিন E
D. সাদা রক্তকণিকা

Q. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়

A. ফুসফুসের রোগ
B. ফ্লুরোসিস
C. রিকেট
D. অন্ত্রের সংক্রমণ

Q. নিচের মধ্যে কাকে ভারতের মহাকাশ গবেষণার বা কর্মসূচির জনক বলা হয়?

A. সতীশ ধাওয়ান
B. হোমি ভাবা
C. বিক্রম সারাভাই
D. সি ভি রমন

Q. টি.ভি. রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, তা হল

A. অতিবেগুনি ফ্রিকোয়েন্সি
B. ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি
C. রেডিও ফ্রিকোয়েন্সি
D. ভিসিবল ফ্রিকোয়েন্সি

Q. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?

A. অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
B. খুব ঝড় হবে
C. ঠান্ডা হবে
D. খুব গরম হবে

Q. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?

A. গ্যাসে
B. তরলে
C. কঠিন পদার্থে
D. শূন্যস্থানে