Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় ?

Answer: অ্যাংস্ট্রম

Related GK

Q. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?

A. সাদা রক্তকণিকা
B. ভিটামিন B12
C. ভিটামিন E
D. লাল রক্তকণিকা

Q. আই. এন. এস. বিক্রমাদিত্য কী?

A. পরমানু শক্তিচালিত সাবমেরিন
B. টহলদারি নৌকা
C. বিমানবাহী যুদ্ধজাহাজ
D. লিয়েণ্ডার ক্লাস রণতরী

Q. গোবর গ্যাসের প্রধান উপাদান হলো-

A. হাইড্রোজেন
B. মিথেন
C. ইথেন
D. কার্বন ডাই অক্সাইড

Q. Ringworm is a common skin infection caused by:

A. fungus
B. virus
C. bacteria
D. protozoa

Q. নিচের কোনটি যোগ করে মাটির pH বাড়ানো যায়

A. বালি (sand)
B. কংক্রিট (concrete)
C. চুনাপাথর (limestone)
D. ইউরিয়া (urea)

Q. নিউটনের প্রথম গতিসূত্র টি কি নামে পরিচিত ?

A. জড়তার মূলনীতি
B. স্থির নীতি
C. আপেক্ষিকতার মূলনীতি
D. কার্যকারিতা নীতি

Q. 'আলোকবর্ষ' হল

A. এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে।
B. শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে।
C. সূর্যের চারদিকে এক বার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে।
D. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে।