Q. নিচের মধ্যে কাকে ভারতের মহাকাশ গবেষণার বা কর্মসূচির জনক বলা হয়?

Answer: বিক্রম সারাভাই

Related GK

Q. ‘আলেপ্পো’ কোথাকার বিদ্রোহী প্রদেশ?

A. লেবানন
B. ইউক্রেন
C. ইরাক
D. সিরিয়া

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
B. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
C. কোচিন শিপইয়ার্ড, কোচি
D. মাজাগাঁও ডক, মুম্বাই

Q. এঁদের মধ্যে কে এ.আই.এম.আই.এম -এর নেতা?

A. জুল্ফিকর আলি
B. ওয়েসুদ্দীন সিদ্দীকি
C. দিনকার রাই
D. আসাদুদ্দীন ওয়েসি

Q. 'শিক্ষক দিবস' ভারতে প্রতি বছর পালিত হয়

A. 6ই নভেম্বর
B. 25শে ডিসেম্বর
C. 2রা অক্টোবর
D. 5 ই সেপ্টেম্বর

Q. দিল্লীর প্রাচীন নাম কী ছিল ?

A. পাটলিপুত্র
B. পাটলিপুত্র
C. অযোধ্যা
D. গয়া