Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

Answer: এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

তারাদের ঝিকিমিকি করার কারণ হল এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।

Related GK

Q. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয়?

A. নাইট্রাস অক্সাইড
B. কার্বন ডাইঅক্সাইড
C. ওজোন
D. মিথেন

Q. নিউটনের প্রথম গতিসূত্র টি কি নামে পরিচিত ?

A. স্থির নীতি
B. জড়তার মূলনীতি
C. কার্যকারিতা নীতি
D. আপেক্ষিকতার মূলনীতি

Q. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন

A. মেরী কুরি
B. আর্নেস্ট রাদারফোর্ড
C. হেনরি বেকারেল
D. এনরিকো ফার্মি

Q. নিচের কোনটি যোগ করে মাটির pH বাড়ানো যায়

A. চুনাপাথর (limestone)
B. কংক্রিট (concrete)
C. বালি (sand)
D. ইউরিয়া (urea)

Q. কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?

A. পেনিসিলিয়াম
B. সিঙ্কোনা
C. বেলেডোনা
D. সর্পগন্ধা

Q. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?

A. লাল রক্তকণিকা
B. ভিটামিন B12
C. সাদা রক্তকণিকা
D. ভিটামিন E

Q. 'আলোকবর্ষ' হল

A. শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে।
B. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে।
C. সূর্যের চারদিকে এক বার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে।
D. এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে।