Q. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?

Answer: কঠিন পদার্থে

Related GK

Q. আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি

Answer: পেরিপ্লানেটা আমেরিকানা

আরশোলার বিজ্ঞানসম্মত নাম হলো পেরিপ্লানেটা আমেরিকানা।

Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

A. পৃথিবীর ঘূর্ণন
B. তারাদের বিশাল আকার
C. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
D. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

Q. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?

A. খুব গরম হবে
B. খুব ঝড় হবে
C. অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
D. ঠান্ডা হবে

Q. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ ?

A. ভিটামিন B
B. ভিটামিন D
C. ভিটামিন A
D. ভিটামিন C

Q. টি.ভি. রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, তা হল

A. রেডিও ফ্রিকোয়েন্সি
B. ভিসিবল ফ্রিকোয়েন্সি
C. অতিবেগুনি ফ্রিকোয়েন্সি
D. ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি

Q. ওডােমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায় ?

A. অতিক্রান্ত দুরত্ব
B. বৈদ্যুতিক শক্তি
C. এরােপ্লেনের গতিবেগ
D. তেজস্ক্রিয়তা

Q. প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি?

A. রক্ত কোষ
B. যকৃৎ কোষ
C. পেশী কোষ
D. স্নায়ুকোষ

Q. পিতল কোনটির মিশ্রণ?

A. তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
B. তামা ও টিন
C. তামা, নিকেল ও দস্তা
D. তামা ও দস্তা