Q. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?

Answer: খুব ঝড় হবে

Related GK

Q. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়

A. রিকেট
B. ফ্লুরোসিস
C. ফুসফুসের রোগ
D. অন্ত্রের সংক্রমণ

Q. 'হাইড্রোপোনিক্স' (Hydroponics) কথাটি কীসের সাথে যুক্ত?

A. বংশ পরম্পরা
B. মাটি ছাড়া গাছের প্রতিপালন
C. জল
D. হাইড্রোজেন যুক্ত যৌগ

Q. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?

A. সাদা রক্তকণিকা
B. ভিটামিন B12
C. লাল রক্তকণিকা
D. ভিটামিন E

Q. ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ?

A. সোডিয়াম সালফেট
B. সোডিয়াম কার্বনেট
C. হাইড্রোকুইনন
D. সিলভার ব্রোমাইড

Q. আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি

Answer: পেরিপ্লানেটা আমেরিকানা

আরশোলার বিজ্ঞানসম্মত নাম হলো পেরিপ্লানেটা আমেরিকানা।

Q. রামধনু কেন হয় ?

A. আলোর প্রতিসরণ এবং প্রতিফলন এর জন্য
B. আলোর বিক্ষেপণ এবং প্রতিসরণের জন্য
C. আলোর প্রতিসরণ ও বিকিরণ এর জন্য
D. আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য

Q. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ ?

A. ভিটামিন B
B. ভিটামিন D
C. ভিটামিন C
D. ভিটামিন A

Q. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?

A. শূন্যস্থানে
B. কঠিন পদার্থে
C. গ্যাসে
D. তরলে