Q. সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন, যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল :

Answer: 26th January, 1950

Related GK

Q. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

A. চার বছর
B. ছয় বছর
C. আট বছর
D. পাঁচ বছর

Q. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

A. রাষ্ট্রপতির মনোনীত সদস্য
B. ভারতের উপরাষ্ট্রপতি
C. বিরোধী দলের নেতা
D. উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য

Q. লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হল -

A. অনির্দিষ্টকাল
B. 30 মিনিট
C. 60 মিনিট
D. 2 ঘণ্টা

Q. নির্বাচন কমিশন গঠন করেন

A. উপরাষ্ট্রপতি
B. ভারতের প্রধান বিচারপতি
C. প্রধানমন্ত্রী
D. রাষ্ট্রপতি

Q. 'Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা?

A. গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
B. আর্থিক যোজন
C. উন্নতিতে জনগণের অংশগ্রহণ
D. রাজনৈতিক দায়বদ্ধতা

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. রাজেন্দ্র প্রসাদ
B. সি. রাজাগোপালাচারী
C. জহরলাল নেহরু
D. বি.আর. আম্বেদকর

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. KC (কলকাতা নিগম)
B. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)
C. KMC (কলকাতা নগর নিগম )
D. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )