Q. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

Answer: ভারতের উপরাষ্ট্রপতি

রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভায় সভাপতিত্ব করেন। রাজ্যসভার সর্বমোট সদস্য সংখ্যা 245 জন।

Related GK

Q. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে

A. রাজ্যসভার সদস্যদের
B. অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে
C. লোকসভার সদস্যদের
D. রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি-কে

Q. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ‘Chancellor’ হলেন

A. রাজ্যের শিক্ষামন্ত্রী
B. রাজ্যের রাজ্যপাল
C. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
D. রাজ্যের মুখ্যমন্ত্রী

Q. Who among the following was appointed as the first Law Minister of Independent India in 1947?

A. Lokmanya Tilak
B. Dr. BR Ambedkar
C. Lal Bahadur Shastri
D. Sardar Vallabhbhai Patel

Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।

Q. Who among the following can appoint the Comptroller and Auditor General of India?

A. The President
B. The Vice President
C. The Chief Justice of the Supreme Court
D. The Prime Minister

Q. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

A. ছয় বছর
B. চার বছর
C. পাঁচ বছর
D. আট বছর

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. রাজেন্দ্র প্রসাদ
C. সি. রাজাগোপালাচারী
D. জহরলাল নেহরু