Q. নির্বাচন কমিশন গঠন করেন

Answer: রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন গঠন করেন -রাষ্ট্রপতি ।ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন। প্রয়োজনে একাধিক নির্বাচন আধিকারিককে মুখ্য নির্বাচন কমিশনারের সহকারী হিসেবেও নিয়োগ করা যেতে পারে। ভারতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫০ সালে।

Related GK

Q. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে

A. অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে
B. লোকসভার সদস্যদের
C. রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি-কে
D. রাজ্যসভার সদস্যদের

Q. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

A. আট বছর
B. চার বছর
C. ছয় বছর
D. পাঁচ বছর

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

A. জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে ।
B. পার্লামেন্টের সদস্যদের দ্বারা ।
C. রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা ।
D. পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা-সমূহের সদস্যদের দ্বারা ।

Q. 'Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা?

A. রাজনৈতিক দায়বদ্ধতা
B. গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
C. আর্থিক যোজন
D. উন্নতিতে জনগণের অংশগ্রহণ

Q. Who among the following can appoint the Comptroller and Auditor General of India?

A. The Prime Minister
B. The Chief Justice of the Supreme Court
C. The Vice President
D. The President