Q. লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হল -

Answer: 60 মিনিট

Related GK

Q. রাজ্যের আইন সভার উপরের কক্ষটির নাম হল

A. লোকসভা
B. বিধান পরিষদ
C. রাজ্যসভা
D. বিধান সভা

Q. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —

A. লোকসভার অধ্যক্ষ
B. উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
C. ভারতের প্রধানমন্ত্রী
D. ভারতের রাষ্ট্রপতি

Q. 'Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা?

A. রাজনৈতিক দায়বদ্ধতা
B. উন্নতিতে জনগণের অংশগ্রহণ
C. আর্থিক যোজন
D. গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ

Q. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

A. 3রা ডিসেম্বর
B. 26শে নভেম্বর
C. 25শে অক্টোবর
D. 5ই জানুয়ারী

Q. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

A. উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য
B. ভারতের উপরাষ্ট্রপতি
C. বিরোধী দলের নেতা
D. রাষ্ট্রপতির মনোনীত সদস্য

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. লাহোর অধিবেশনে (1929)
B. গৌহাটি অধিবেশনে (1926)
C. মাদ্রাজ অধিবেশনে (1927)
D. করাচী অধিবেশনে (1931)

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. KMC (কলকাতা নগর নিগম )
B. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )
C. KC (কলকাতা নিগম)
D. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)

Q. লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন?

A. উচ্চতম ন্যায়ালয়ের বিচারক
B. উচ্চ ন্যায়ালয়ের বিচারক
C. রাজ্যপাল
D. কেন্দ্রীয় মন্ত্রী