Q. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

Answer: হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। ফারাক্কা বাঁধ মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে সড়ক পথে জুড়েছে। এই বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত।1961 সালে এইবাধের কাজ শুরু হয় এবং 1975 এ শেষ হয়।

Related GK

Q. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. কেরল
B. অন্ধ্রপ্রদেশ
C. জম্মু ও কাশ্মীর
D. তেলেঙ্গানা

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. শিয়ালদহ থেকে নৈহাটি
B. হাওড়া থেকে হুগলি
C. হাওড়া থেকে বর্ধমান
D. হাওড়া থেকে রানিগঞ্জ

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

A. পিণ্ডারি
B. হিসপার
C. সিয়াচেন
D. গঙ্গোত্রী

Q. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত

A. কানপুরে
B. ধানবাদে
C. কটকে
D. কোয়েম্বাটুরে

Q. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

A. গডউইন অস্টিন
B. কেনিথ
C. কাশ্মীর
D. কারাকোরাম

Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

A. বাংলাদেশ
B. মরিশাস
C. নেপাল
D. ভুটান

Q. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণিতে অবস্থিত :

A. কারাকোরাম
B. শিবালিক
C. জাস্কার
D. পীরপাঞ্জাল

Q. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?

A. গঙ্গা
B. সিন্ধু
C. ইয়াংজে
D. হোয়াংহো