Q. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

Answer: হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। ফারাক্কা বাঁধ মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে সড়ক পথে জুড়েছে। এই বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত।1961 সালে এইবাধের কাজ শুরু হয় এবং 1975 এ শেষ হয়।

Related GK

Q. কোন পর্বত শ্রেণীটি সহ্যাদ্রিস নামেও পরিচিত?

A. পশ্চিমঘাট
B. পূর্ব ঘাট
C. সাতপুরা
D. বিন্ধ্য

Q. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?

A. ইয়াংজে
B. হোয়াংহো
C. গঙ্গা
D. সিন্ধু

Q. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি

A. ফুজিয়ামা
B. হিমালয়
C. সান্দাকফু
D. আরাবল্লী ভঙ্গিল পর্বত

Q. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত

A. কোয়েম্বাটুরে
B. কটকে
C. ধানবাদে
D. কানপুরে

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. পশ্চিমবঙ্গের ধান চাষে
B. পঞ্জাব-হরিয়ানার গম চাষে
C. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
D. মহারাষ্ট্রের তুলা চাষে

Q. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ঢাক নদী
B. তিস্তা ও জলঢাকা নদী
C. জলঢাকা ও রায়ঢাক নদী
D. তিস্তা ও করলা নদীর

Q. লুনি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে?

A. সাতপুরা পাহাড়
B. সিন্ধু নদী
C. আরাবল্লী পাহাড়
D. হিমালয় অঞ্চল