Q. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

Answer: হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। ফারাক্কা বাঁধ মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে সড়ক পথে জুড়েছে। এই বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত।1961 সালে এইবাধের কাজ শুরু হয় এবং 1975 এ শেষ হয়।

Related GK

Q. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?

A. 27 জানুয়ারি, 1969
B. 4 ডিসেম্বর, 1969
C. 14 জানুয়ারি, 1969
D. 16 আগস্ট, 1969

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. উপরের কোনোটিই নয়
B. দার্জিলিং পর্বতশ্রেণি
C. সিঙ্গালীলা পর্বতশ্রেণি
D. জয়ন্তী পাহাড়

Q. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —

A. অ্যালুমিনিয়াম
B. লৌহ-ইস্পাত
C. কার্পাস বয়নশিল্প
D. সার

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. ভোপাল
B. লক্ষ্ণৌ
C. দেরাদুন
D. দিল্লি

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল

A. পঞ্জাব-হরিয়ানার গম চাষে
B. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
C. পশ্চিমবঙ্গের ধান চাষে
D. মহারাষ্ট্রের তুলা চাষে

Q. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?

A. গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
B. গোদাবরী ও কাবেরীর
C. মহানদী ও গোদাবরীর মধ্যে
D. কৃষ্ণা ও কাবেরীর মধ্যে

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

A. হিসপার
B. পিণ্ডারি
C. গঙ্গোত্রী
D. সিয়াচেন

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. জলপাইগুড়ি
B. দার্জিলিং
C. পুরুলিয়া
D. বাঁকুড়া

Q. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

A. গুজরাট
B. মধ্যপ্রদেশ
C. রাজস্থান
D. উত্তরপ্রদেশ