Q. ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে—

Answer: গুজরাট উপকূল

Related GK

Q. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে

A. উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
B. নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
C. পূর্ব মেদিনীপুর ও হাওড়া
D. সুন্দরবন অঞ্চল

Q. নীল গ্রহ কাকে বলে ?

A. শনি
B. পৃথিবী
C. ইউরেনাস
D. প্লুটো

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
B. উত্তর এবং উত্তর পূর্বে
C. উত্তরে
D. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
Dam

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

A. জলঙ্গী নদী
B. মাথাভাঙ্গা নদী
C. মহানন্দা নদী
D. ভাগীরথী নদী

Q. করবেট জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. পশ্চিমবঙ্গ
B. ত্রিপুরা
C. উত্তরাখণ্ড
D. গুজরাট