Q. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে 'বুলন্দ দরওয়াজা' নির্মাণ করা হয়েছিল?

Answer: গুজরাট

Related GK

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. চৌরিচৌরা
B. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
C. ডান্ডি মার্চ
D. রাওলাট আইন

Q. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?

A. চন্দ্রগুপ্ত মৌর্য
B. মহাপদ্ম নন্দ
C. বিম্বিসার
D. অজাতশত্রু

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. জয়প্রকাশ নারায়ণ
B. অটল বিহারী বাজপেয়ী
C. মোরারজি দেশাই
D. চৌধুরী চরণ সিং

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. রাসবিহারী বসু
B. যদুগোপাল মুখোপাধ্যায়
C. হেমচন্দ্র ঘোষ
D. সুভাষচন্দ্র বসু

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. ক্যাপ্টেন মোহন সিং
B. নেতাজী সুভাষ চন্দ্র বসু
C. উপরের কেউ নয়
D. রাসবিহারী বসু

Q. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়?

A. লর্ড ক্যানিং
B. লর্ড ডালহৌসী
C. লর্ড ওয়েলেসলী
D. লর্ড কর্নওয়ালিশ

Q. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

A. 26 November 1949
B. ১৫ই আগস্ট ১৯৫০
C. ২৩ শে জানুয়ারি ১৯৪৭
D. ২৬ শে জানুয়ারি ১৯৪৯

Q. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?

A. অজাতশত্রু
B. অশোক
C. বিন্দুসার
D. হর্ষ