Q. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?

Answer: বিম্বিসার

হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন।

Related GK

Q. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

A. টোকিও -তে
B. রোম -এ
C. বার্লিন -এ
D. সিঙ্গাপুর -এ

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. হান্টার কমিশন
B. মেকলে মিনিট
C. উডস ডেসপ্যাচ
D. চার্টার অ্যাক্ট

Q. 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ' — কে প্রতিষ্ঠা করেন?

A. সুভাষ চন্দ্র বসু
B. মহাত্মা গান্ধী
C. জহরলাল নেহেরু
D. রাসবিহারী বসু

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
B. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
C. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
D. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. স্বামী বিবেকানন্দ
B. বি. জি. তিলক
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. রামমোহন রায়

Q. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন

A. বেগম হজরৎ মহল
B. নানাসাহেব
C. লিয়াকৎ আলি
D. বাহাদুর শাহ

Q. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?

A. 1175খ্রিষ্টাব্দ
B. 1206 খ্রিষ্টাব্দ.
C. 1192 খ্রিষ্টাব্দ.
D. 1191 খ্রিষ্টাব্দ

Q. 'পাল বংশ' কোথায় রাজত্ব করেছিল?

A. মধ্যপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. দিল্লী
D. বিহার