Q. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?

Answer: বিন্দুসার

চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন তাঁর পুত্র বিন্দুসার( 300 খ্রিস্টপূর্বাব্দ)।324 খ্রিষ্ট পূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন।

Related GK

Q. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না?

A. কেশবচন্দ্র সেন
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. অক্ষয় কুমার দত্ত
D. স্বামী বিবেকানন্দ

Q. 'সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন —

A. মহম্মদ শাহ
B. ঔরঙ্গজেব
C. জাহান্দার শাহ
D. আকবর

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. উইলিয়াম মার্শাল
B. রাজা রামমোহন রায়
C. স্যার উইলিয়াম জোন্স
D. সি এফ এন্ড্রুজ

Q. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়?

A. লর্ড ক্যানিং
B. লর্ড কর্নওয়ালিশ
C. লর্ড ওয়েলেসলী
D. লর্ড ডালহৌসী

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. মুসলিম লীগ ও ভারত সভা
B. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
C. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
D. হোমরুল লীগ ও মুসলিম লীগ

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. নীল চাষি
B. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
C. ভূমিহীন মজুর
D. বাংলার কারিগর

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. সিমলা কনফারেন্স আহ্বান করা
B. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
C. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
D. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া