Q. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-

Answer: ভূমধ্যসাগর

আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে ভূমধ্যসাগর মাধ্যমে

Related GK

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. লক্ষ্ণৌ
B. দেরাদুন
C. ভোপাল
D. দিল্লি

Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

A. পশ্চিম বর্ধমান
B. পুরুলিয়া
C. বীরভূম
D. বাঁকুড়া

Q. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত :

A. জাস্কার ও পীরপাঞ্জাল
B. জাস্কার ও শিবালিক
C. জাস্কার ও কারাকোরাম
D. কারাকোরাম ও শিবালিক

Q. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

A. পুরুলিয়া
B. জলপাইগুড়ি
C. দার্জিলিং
D. বাঁকুড়া

Q. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?

A. আদ্র
B. শুষ্ক উপক্রান্তীয়
C. অর্ধশুষ্ক
D. ক্রান্তীয় মৌসুমী

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. পলিভিনাইল ক্লোরাইড
B. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
C. পলিভিনাইল কার্বোনেট
D. ফসফো ভিনাইল ক্লোরাইড