Q. ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি কোথায় অবস্থিত?

Answer: ঝাড়খন্ড

Related GK

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে?

A. কন্যাকুমারী
B. মাদ্রাজ
C. থাঞ্জাভুর
D. করমন্ডল উপকূল

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. দার্জিলিং পর্বতশ্রেণি
B. উপরের কোনোটিই নয়
C. সিঙ্গালীলা পর্বতশ্রেণি
D. জয়ন্তী পাহাড়

Q. In which of the following islands is India’s only active volcano found?

A. Divar Island
B. Agatti Island
C. Barren Island
D. Neil Island

Q. ভিলাই ইস্পাত প্ল্যান্ট কার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল

A. জার্মানি (Germany)
B. তৎকালীন ইউ এস এস আর (The erstwhile USSR)
C. যুক্তরাজ্য (The UK)
D. আমেরিকা (USA)

Q. সিন্ধু নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে?

A. জাসকর
B. পীর পাঞ্জাল
C. কৈলাস
D. সালতোরা

Q. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

A. ঝাড়খণ্ড
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. গুজরাট

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

A. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
B. পর্যটন ক্ষেত্র হিসেবে
C. রামসার স্থান হিসেবে
D. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে