Q. কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?

Answer: সিঙ্কোনা

কুইনাইন নামক উপক্ষার সিঙ্কোনা উদ্ভিদ থেকে পাওয়া যায়।

Related GK

Q. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়

A. রিকেট
B. অন্ত্রের সংক্রমণ
C. ফ্লুরোসিস
D. ফুসফুসের রোগ

Q. রামধনু কেন হয় ?

A. আলোর প্রতিসরণ এবং প্রতিফলন এর জন্য
B. আলোর প্রতিসরণ ও বিকিরণ এর জন্য
C. আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য
D. আলোর বিক্ষেপণ এবং প্রতিসরণের জন্য

Q. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ ?

A. ভিটামিন C
B. ভিটামিন D
C. ভিটামিন A
D. ভিটামিন B

Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

A. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
B. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
C. তারাদের বিশাল আকার
D. পৃথিবীর ঘূর্ণন

Q. প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি?

A. রক্ত কোষ
B. যকৃৎ কোষ
C. পেশী কোষ
D. স্নায়ুকোষ

Q. আই. এন. এস. বিক্রমাদিত্য কী?

A. পরমানু শক্তিচালিত সাবমেরিন
B. টহলদারি নৌকা
C. লিয়েণ্ডার ক্লাস রণতরী
D. বিমানবাহী যুদ্ধজাহাজ

Q. ক্যান্ডেলা নিচের কোন রাশির SI একক?

A. আলোর তীব্রতা(Luminous intensity)
B. তাপমাত্রা(Temperature)
C. দৈর্ঘ্য(Length)
D. ভর(Mass)

Q. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়?

A. পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া
B. পারমাণবিক সংযোজন বিক্রিয়া
C. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা
D. কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া

Q. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?

A. ভিটামিন E
B. সাদা রক্তকণিকা
C. ভিটামিন B12
D. লাল রক্তকণিকা