Q. কোন তুর্কী সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন ?

Answer: ইলতুতমিস

ইলতুৎমিস ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন । সুলতান ইলতুৎমিস খাস জমির বাইরে যে জমি ছিল তা নির্দিষ্ট কতগুলি শর্ত ও কর্তব্য পালনের বিনিময়ে তাঁর সেনাপতি, সৈনিক ও অভিজাতদের পদমর্যাদা অনুসারে বন্টন করে দেন। এটি ইক্তা ব্যবস্থা নামে পরিচিত।

Related GK

Q. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা-র প্রচলন করেন

A. শের শাহ
B. গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
C. হুমায়ুন
D. বাহলুল খান লোদী

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. আলু এবং সরিষা
B. নীল এবং ভুট্টা
C. বাজরা এবং চিনাবাদাম
D. তামাক এবং ভুট্টা

Q. রামমোহন রায়-কে 'রাজা' উপাধি প্রদান করেন মুঘল সম্রাট —

A. দ্বিতীয় আকবর
B. মহম্মদ শাহ
C. বাহাদুর শাহ জাফর
D. জাহান্দার শাহ

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. ডিরোজিও
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. ডেভিড হেয়ার
D. রামমোহন রায়

Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

A. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. রাজা রামমোহন রায়
C. এইচ এল ভি ডিরোজিও
D. কেশবচন্দ্র সেন

Q. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়?

A. লর্ড ডালহৌসী
B. লর্ড কর্নওয়ালিশ
C. লর্ড ওয়েলেসলী
D. লর্ড ক্যানিং

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

A. 1817 খ্রিস্টাব্দ
B. 1857 খ্রিস্টাব্দ
C. 1855 খ্রিস্টাব্দ
D. 1800 খ্রিস্টাব্দ