Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

Answer: রাজা রামমোহন রায়

ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কলকাতায় রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করে।

Related GK

Q. আলিনগরের সন্ধি কবে ক্ষরিত হয়?

Answer: 9th ফেব্রুয়ারি 1757

1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।

Q. রামমোহন রায়-কে 'রাজা' উপাধি প্রদান করেন মুঘল সম্রাট —

A. বাহাদুর শাহ জাফর
B. মহম্মদ শাহ
C. দ্বিতীয় আকবর
D. জাহান্দার শাহ

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. নীল এবং ভুট্টা
B. তামাক এবং ভুট্টা
C. বাজরা এবং চিনাবাদাম
D. আলু এবং সরিষা

Q. 'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে?

A. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
B. রাজা রামমোহন রায়
C. মতিলাল নেহেরু
D. চিত্তরঞ্জন দাশ

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

A. 1857 খ্রিস্টাব্দ
B. 1855 খ্রিস্টাব্দ
C. 1817 খ্রিস্টাব্দ
D. 1800 খ্রিস্টাব্দ

Q. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?

A. 1175খ্রিষ্টাব্দ
B. 1192 খ্রিষ্টাব্দ.
C. 1191 খ্রিষ্টাব্দ
D. 1206 খ্রিষ্টাব্দ.