Q. 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ' — কে প্রতিষ্ঠা করেন?

Answer: রাসবিহারী বসু

ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেন।ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' - বা ভারতীয় স্বাধীনতা সংঘ 1942 সালে গঠিত হয়। ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ' - ব্যাংককে গঠিত হয়েছিলো

Related GK

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. সাঁওতাল বিদ্রোহ
B. নীল বিদ্রোহ
C. সন্ন্যাসী বিদ্রোহ
D. পাবনা বিদ্রোহ

Q. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?

A. বিটলডাই প্যাটেল
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. মহাত্মা গান্ধী
D. মহাদেব দেশাই

Q. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়?

A. মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
B. জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
C. হিন্দু মহাসভা (3 জুন, 1942)
D. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. সি. রাজাগোপালাচারী
C. জহরলাল নেহরু
D. রাজেন্দ্র প্রসাদ

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. হসরত মোহানি
B. মোতিলাল নেহেরু
C. চিত্তরঞ্জন দাশ
D. গান্ধীজি

Q. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?

A. 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
B. 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
C. 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
D. 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে