Q. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

Answer: সিঙ্গাপুর -এ

1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসু জাপানের যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন।
1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু অস্থায়ী আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারতের যুদ্ধ কালীন সরকারের প্রতিষ্ঠিা করেন

Related GK

Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

A. 14ই এপ্রিল 1942
B. 16ই আগস্ট 1946
C. 23শে মার্চ 1940
D. 26শে জানুয়ারি 1935

Q. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. ফজলুল হক
B. জাফর আলি খান
C. করম শাহ
D. আল্লাহ বক্স

Q. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন?

A. রাজেন্দ্র প্রাসাদ
B. তেজ বাহাদুর সপ্রু
C. জওহরলাল নেহেরু
D. আসফ আলি

Q. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন?

A. ভি. ভি. গিরি
B. লালা লাজপত রাই
C. সি. আর. দাস
D. সুভাষচন্দ্র বসু

Q. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

A. আলেকজান্ডার ক্যানিংহ্যাম
B. ডেভিড হেয়ার
C. জন স্টুয়ার্ট মিল
D. উইলিয়াম জোনস

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 10 ই আগস্ট, 1940
B. 1 লা অক্টোবর, 1939
C. 1 লা সেপ্টেম্বর, 1942
D. 11 ই মে, 1941

Q. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন?

A. চিত্তরঞ্জন দাশ
B. মতিলাল নেহরু
C. রাজেন্দ্র প্রসাদ
D. রাজা গোপালাচারী

Q. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক?

A. শিশির কুমার ঘোষ
B. হরিশচন্দ্র মুখার্জী
C. মোতিলাল ঘোষ
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী