Q. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত?

Answer: আলাঙ

Related GK

Q. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)-কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে

A. একদিন পিছিয়ে যায়
B. একদিন এগিয়ে যায়
C. অর্ধেক দিন এগিয়ে যায়
D. অর্ধেক দিন পিছিয়ে যায়

Q. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল

A. ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
B. পলিভিনাইল কার্বোনেট
C. ফসফো ভিনাইল ক্লোরাইড
D. পলিভিনাইল ক্লোরাইড

Q. লুনি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে?

A. হিমালয় অঞ্চল
B. আরাবল্লী পাহাড়
C. সিন্ধু নদী
D. সাতপুরা পাহাড়

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তর এবং উত্তর পূর্বে
B. উত্তরে
C. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
D. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :

A. কাশ্মীর
B. কেনিথ
C. গডউইন অস্টিন
D. কারাকোরাম

Q. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' নামে পরিচিত কোন শহর

A. মাদুরাই
B. শোলাপুর
C. চেন্নাই
D. কোয়েম্বাটোর