Q. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত?

Answer: আলাঙ

Related GK

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত?

A. পুনে
B. নাগপুর
C. দেরাদুন
D. ব্যাঙ্গালুরু

Q. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —

A. তাল
B. দিয়ারা
C. তরাই
D. ডুয়ার্স

Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

A. ভুটান
B. মরিশাস
C. নেপাল
D. বাংলাদেশ

Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

A. 1984 খ্রিঃ
B. 1986 খ্রিঃ
C. 1988 খ্রিঃ
D. 1989 খ্রিঃ

Q. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

A. তিস্তা, জলঢাকা, রায়ডাক
B. তিস্তা, গঙ্গা
C. গঙ্গা, ব্রহ্মপুত্র
D. দামোদর, গঙ্গা

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
B. মাজাগাঁও ডক, মুম্বাই
C. কোচিন শিপইয়ার্ড, কোচি
D. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম

Q. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি?

A. সুবর্ণরেখা
B. রূপনারায়ণ
C. কয়না
D. দামোদর

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. ভোপাল
B. দেরাদুন
C. লক্ষ্ণৌ
D. দিল্লি

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

A. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
B. Fossil Fuel (ফসিল ফুয়েল )
C. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
D. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )