Q. ব্রিটিশদের বিরুদ্ধে ‘উলগুলান’ উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে?

Answer: বিরসা মুণ্ডা

ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল বিরসা মুন্ডার দ্বারা। ১৮৭৫ সালের ১৫ই নভেম্বর তার জন্ম । তিনি ছিলেন ভারতের রাচি অঞ্চলের একজন মুন্ডা অধিবাসী ও সমাজ সংস্কারক । মহাশ্বেতা দেবীর জনপ্রিয় উপন্যাস অরণ্যের অধিকার এ শহীদ  বিরসা মুন্ডার জীবন কাহিনী বর্ণিত আছে ।

Related GK

Q. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. জাফর আলি খান
B. ফজলুল হক
C. করম শাহ
D. আল্লাহ বক্স

Q. 'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে?

A. রাজা রামমোহন রায়
B. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
C. চিত্তরঞ্জন দাশ
D. মতিলাল নেহেরু

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1907 সালে
B. 1909 সালে
C. 1914 সালে
D. 1911 সালে

Q. রামমোহন রায়-কে 'রাজা' উপাধি প্রদান করেন মুঘল সম্রাট —

A. দ্বিতীয় আকবর
B. জাহান্দার শাহ
C. বাহাদুর শাহ জাফর
D. মহম্মদ শাহ

Q. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?

A. শ্রাবস্তী
B. বোধগয়া
C. সারনাথ
D. বৈশালী

Q. 'ফতেপুর সিক্রি' কে প্রতিষ্ঠা করেন?

A. জাহাঙ্গীর
B. হুমায়ুন
C. আকবর
D. ঔরঙ্গজেব

Q. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?

A. লালা লাজপৎ রাই
B. পি. সীতারামাইয়া
C. বাল গঙ্গাধর তিলক
D. সি. রাজাগোপালাচারি

Q. ‘তিতুমির’ কে ছিলেন?

A. নীল বিদ্রোহ –এর নেতা
B. সিপাহী আন্দোলনের নেতা
C. ওয়াহাবী আন্দোলনের নেতা
D. ফরাজী আন্দোলনের নেতা